ম্যাসেজ

আধুনিক মননে দ্বীনের ছোঁয়া

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘাের অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলােকোজ্জ্বল হয়। ইসলাম তাে এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে-করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে-করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলােকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল । যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ। কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালাে মেঘে সেই সূর্য আজ মেঘলুপ্ত। আলােহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তােলে না কেউ আর মানবতার জয়ােধ্বনি। অধিকার হারিয়ে মুমুষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালাে মেঘপুঞ্জ চূর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মােহিত করবে প্রতিটি হৃদয়। সেই মােহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়ােজন-ম্যাসেজ।

Mountain
Nazmul Hasan Hridoy

ক্লাস ৬ থেকে ক্লাস ১০ পর্যন্ত পড়া ধর্ম বই গুলি যদি ক্লাস ১১-১২ এর জন্য হত তাহলে এমনি হত।

See All ReviewsBook Rate: 5
Mountain
Shahidul Islam

বইটিতে নতুন কিছু নেই, কিন্তু আমাদের জানা জিনিসগুলোই অত্যন্ত চমৎকারভাবে ১২টি অধ্যায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে বিশেষ করে 'মুমিনের হাতিয়ার', 'রেগে গেলেন তো হেরে গেলেন', 'স্মার্ট প্যারেন্টিং' ও 'বিদায় বেলা' অধ্যায়গুলো আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ও উপকারী বলে মনে হয়েছে।

See All ReviewsBook Rate: 5
Mountain
Saiful Islam

বাংলা ভাষাভাষী পাঠকদের নিকট ইসলামের মূল তাৎপর্য, সৌন্দর্য, স্পিরিট ও মধ্যমপন্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে বলে আশা করছি। আধুনিক মননে দ্বীনের ছোঁয়া লাগাতে বইটিকে আল্লাহ তায়ালা কবুল করুন। আমি কৃতজ্ঞ প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন্সকে পাশে পেয়ে। পুরো গার্ডিয়ান টিম দুর্দান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তায়ালা তাদের উত্তম বিনিময় দিন।

See All ReviewsBook Rate: 5